বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় বিস্ফোরক আইনে তিনজন গ্রেপ্তার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় বিস্ফোরক আইনে তিনজন গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের হামিদুল ইসলাম ফোরকান, একই এলাকার এরশাদুল ইসলাম ভূইয়া, ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মো. তামিম ভূইয়া। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা আখাউড়া থানার বিস্ফোরক মামলায় অভিযুক্ত ও পুলিশের তদন্তে প্রমাণিত আসামি। আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানায়, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টিএইচ